নিজস্ব প্রতিবেদক :: নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কোরআন শরীফ অবমাননার প্রতিবাদে ও অবমাননাকারির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশ্বনাথে তাওহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবা (৭আগষ্ট) বাদ যোহর জামিয়া মাদানিয়া বিশ্বনাথের প্রধান ফটক থেকে মিছিলটি বের হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে বাসিয়া ব্রিজে সমাবেশে মিলিত হয়। সমাবেশে হেফাজতে ইসলাম বিশ্বনাথের আহ্বায়ক মাওলানা কামরুল ইসলাম ছমীর হুজুরের সভাপতিত্বে ও জামিয়া মাদানিয়া বিশ্বনাথের শিক্ষক মাওলানা হাসান বিন ফাহিমের পরিচালনায় বক্তব্য রাখেন, জামিয়া মোহাম্মাদিয়া বিশ্বনাথের শিক্ষক মাওলানা আব্দুল মতিন, জামিয়া মাদানিয়া বিশ্বনাথের শিক্ষক মুফতি আল আমীন রাহমানী, আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক এম কাওছার আহমদ, জামিয়া মোহাম্মাদিয়া বিশ্বনাথের শিক্ষক মাওলানা হাবীবুল্লাহ খান, যুবনেতা হাফিজ ফরিদ আহমদ, জামিয়া মাদানিয়া বিশ্বনাথের শিক্ষক মাওলানা মিজানুর রহমান, আল আশরাফ ছাত্র সংসদের জিএস আব্দুল্লাহ বিন লিটন চৌধুরী, সাহিত্য সম্পাদক আবু হুরায়রা, ছাত্রনেতা নোমান আহমদ প্রমূখ।
সমাবেশে বক্তারা- উগ্রবাদি অপূর্ব পালের সর্বোচ্চ শাস্তি দাবি করে এর পিছনে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোন অপচেষ্টা রয়েছে কী না খতিয়ে দেখার আহ্বান জানান।দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার ও আলেম সমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠা স্বত্ত্বেও পূজামন্ডপে অসুরের মুখে দাঁড়ি লাগিয়ে যারা উস্কানীমূলক আচরণ করছে তাদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।ধর্ম অবমাননা রোধে ব্লাশফেমী আইন পাশেরও আহ্বান জানানো হয়।