ডেক্স রিপোট : করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সিলেট জেলা পুলিশ সুপার। বুধবারে (১ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন,অতিজরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না।
তিনি এক প্রেস বিজ্ঞতিতে বলেন, বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাবেন না। অতি জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সিলেট জেলার আওতাধীন পুলিশের প্রতিটি ইউনিট শুরু থেকেই একযোগে কাজ করছে।করোনা ভাইরাস প্রতিরোধে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি প্রতিপালন করে ঘরে থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান।