ছবিতে ছবিতে ইতালির দাপট দেখানোর গল্প
ম্যাচ জিতলেই দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিশ্চিত। এমন এক সমীকরণ নিয়ে আজ সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিল ইতালি। অবশ্য ইতালি যেমন দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় আজকাল, তাতে দলটা না জিতলেই বরং আশ্চর্যের হত। সেটা হয়নি। সুইজারল্যান্ডকে হেসেখেলেই হারিয়েছে তাঁরা। ৩-০ গোলে পাওয়া জয়ে দুটি গোল করেছেন সাসসুয়োলোর মিডফিল্ডার মানুয়েল লোকাতেল্লি, একটি করেছেন লাৎসিওর স্ট্রাইকার চিরো ইম্মোবিলে। […]
বিস্তারিত পড়ুন