পনেরোই অগাস্টের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উদ্বেগ বাড়ছে

জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন

অনলাইন ডেস্ক :: বাংলাদেশে আগামী পনেরোই অগাস্টকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আবার উত্তেজনা দেখা দিয়েছে।

দেশটির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ওইদিন ঢাকার ধানমণ্ডিতে একত্রিম হয়ে শ্রদ্ধা জানাতে চায় আওয়ামী লীগ।

অন্যদিকে, দলটি যেন কোনো কর্মসূচি পালন করতে না পারে, সেজন্য মাঠে থাকার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

দু’পক্ষের এমন পাল্টাপাল্টি অবস্থানের কারণে দেশে আবারও সহিংস পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে।

এমন একটি সময় এসব ঘটনা ঘটছে, যখন নিজেদের বিতর্কিত ভূমিকার কারণে হামলার শিকার হয়ে রীতিমত বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির পুলিশ বাহিনী।

ফলে সহিংস পরিস্থিতি তৈরি হলে সেটি মোকাবেলা করা বর্তমান সরকারের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

সুত্র-বিবিসি নিউজ বাংলা, ঢাকা


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *