পাঁচদিন বন্ধ থাকার পর স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

আন্তর্জাতিক জাতীয় সারাদেশ
শেয়ার করুন

অনলাইন ডেস্ক :: বেনাপোলে দেশব্যাপী চলা নৈরাজ্যের কারণে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। বন্দরের পরিচালক রেজাউল করিম বলেন, নিরাপত্তাজনিত কারণে পাঁচ দিন ধরে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।

গত রবিবার সকাল থেকেই কার্যক্রম শুরু হয়েছে। গতকাল আমদানি হয়েছে প্রায় ৩০০ থেকে ৩৫০ পণ্যবাহী ট্রাক এবং রপ্তানি হয়েছে প্রায় ২০০ থেকে ২৫০ পণ্যবাহী ট্রাক। বেনাপোল–পেট্রাপোল সীমান্তের ইমিগ্রেশন দিয়ে সব ধরনের পাসপোর্টের যাত্রী যাতায়াত অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। দেশের নৈরাজ্যকর পরিস্থিতিতে যাত্রীদের যাতায়াতে কড়াকড়ি আরোপ করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। সুত্র-এসএ টিভি


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *