শেখ হাসিনা ভারতে থাকলেও দুই দেশের সম্পর্ক নষ্ট হবে না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

আন্তর্জাতিক জাতীয় সারাদেশ
শেয়ার করুন

অনলাইন ডেস্ক :: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিনই ভারতের আশ্রয়ে থাকুক না কেন, ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না বাংলাদেশের।

আজ ১২ আগস্ট সোমবার অন্তবর্তীকালীন সরকারের প্রথম কূটনৈতিক ব্রিফিংয়ের পর সাংবাদিকদের তিনি জানান, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বার্থের এবং সেখানে যে যার স্বার্থ দেখবে।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিংয়ের সময় আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, উপদেষ্টাদের কেউই কোন দেশের হয়ে কাজ করছেন না।

কূটনৈতিক ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং তাদের প্রতিনিধিরা। আসেন জাতিসংঘ এবং বিশ্বব্যাংকসহ উন্নয়ন অংশীদাররাও।

প্রশ্নের উত্তর দিতে গিয়ে উপদেষ্টা বলেন, নতুন সরকার গঠনের প্রেক্ষাপট, সম্ভাব্য সংস্কার, ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ধারণা দেওয়া হয় কূটনীতিকদের। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানের পাশাপাশি নতুন সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন কূটনীতিকরা।

সুত্র- চ্যানেল আই


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *