যুক্তরাজ্যের নর্থ-বাংলা প্রেসক্লাবের সভাপতি ফখরুলের সাথে বিশ্বনাথের সাংবাদিকদের মতবিনিময়

বিশ্বনাথ শিক্ষা সিলেট
শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি :: যুক্তরাজ্যের নর্থ-বাংলা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক প্রচার সম্পাদক ও এনটিভি ইউরোপের সাংবাদিক ফখরুল হোসাইনের সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় ও চা চক্র অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০মে ) সন্ধ্যায় পৌর শহরের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও লেখক, সাহিত্যিক, সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদ। বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশায় অনেক ঝুঁকি মোকাবেলা করে কাজ করতে হয়। আর বর্তমানে সাংবাদিকদের কন্ঠরোধে নানাবিধ আইন হয়েছে। পাশাপাশি সুবিধাবাদী গোষ্ঠী সাংবাদিকের পৃথক করে সুবিধা নিচ্ছে। তাই এ পেশায় মারাত্মক ঝুঁকি বেড়েছে। এসব মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তিই প্রভাব ফেলতে পারবে না।

অতিথির বক্তব্যে সাংবাদিক ফখরুল হোসাইন বলেন, সাংবাদিকতা তৈরীর বিষয় না, সংবাদিকতার সত্তা ভেতর থেকে আসে। আর তা লালন করে যাচ্ছে বিশ্বনাথ মডেল প্রেসক্লাব। এ প্রেসক্লাব হলুদ সাংবাদিকতা করে না যা আমাদের জন্য গর্বের। এ প্রেসক্লাবের প্রতিজন সাংবাদিক দেশের সকল প্রথম সারির সকল বড় বড় সংবাদ মাধ্যমে অত্যন্ত দক্ষতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যাচ্ছেন। তাদের সৃজনশীল প্রতিটি সংবাদ নাড়া দিয়ে যায়, তা আমরা প্রবাসী কমিউনিটি সেটা উপলব্ধি করে যাচ্ছি।
তিনি বলেন, বিশ্বনাথ প্রেসক্লাব থেকে বিশ্বনাথ মডেল প্রেসক্লাব নামকরণে যথার্থ হয়েছে। নামের সাথে কাজেরও মিল রয়েছে।

প্রেসক্লাবের সভাপতি আশিক আলী (যুগান্তর/শুভপ্রতিদিন) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নবীন সোহেল (কালবেলা/এনটিভি ইউরোপ) এর পরিচালনায় আরও বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের (সমকাল/চ্যানেল এস ইউকে), সহ-সভাপতি কামাল মুন্না (যায়যায়দিন), অর্থ সম্পাদক আব্দুস সালাম (ইনকিলাব), সদস্য আক্তার আহমদ সাহেদ (মানবজমিন/ শ্যামল সিলেট), সংগঠক রোহেল আহমদ ও এনটিভি ইউরোপের ক্যামেরাপার্সন আফজাল মিয়া প্রমূখ।

সভাশেষে প্রবাসী সাংবাদিক ফখরুল হোসাইনকে যুক্তরাজ্যের নর্থ-বাংলা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *