নিজস্ব প্রতিবেদক : বিশ্বনাথ পৌরসভার মুফতির গাঁও গ্রামের তরুণ সাংবাদিক দেলোয়ার হোসেন এক সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন। গতকাল (২৪মে) শুক্রবার বিকেলে মুফতির গাঁও তার বাড়ি থেকে বিশ্বনাথ উপজেলা সদরে টম টম যোগে আসার পথে এ দূর্ঘটনা ঘটে। এসময় সাথে থাকা তার খালা ও ছোট বোনও গুরুত্বর আহত হয়। আহত খালা ও ছোট বোনকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেলোয়ার হোসেন জানান, গতকাল শুক্রবার বিকেলে একটি টমটম গাড়ি যোগে বাড়ি থেকে বিশ্বনাথ উপজেলা সদরে আসছিলেন। হঠাৎ করে টমটম গাড়িটির নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। গাড়িতে থাকা তার খালা ও ৪বছর বয়সি ছোট বোন ৩জনই গুরুত্বর জমপ্রাপ্ত হন। তাদের অবস্থা আশঙ্খাজনক থাকায় তাদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরকাবি ভাবে টমটম গাড়ি চলাচলে নিষেধ করলেও উপজেলা সদরে দেদারছে চলছে। অসাধু ড্রাইররা এসব টমটম গাড়ি চালিয়ে একের পর এক দুর্ঘনা ঘটাচ্ছে। এই টমটম গাড়ি বন্ধ ও চলাচলে কোন ব্যবস্থা নিচ্ছেনা প্রশাসন।