নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি আল্টাসনোগ্রাফি মেশিনের অভাবে গর্ভবতি মহিলাসহ অনেক রোগীর রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছিলনা। একটি মেশিন না থাকার কারনে অনেক অসহায় গরিব লোকজন বিশ্বনাথ থানা সদর বা সিলেটে গিয়ে আল্ট্রেসনোগ্রাফি করতে হতো। এতে সময় ও অর্থ ব্যায় হতো প্রচুর। সাদা কালো একটি মেশিন থাকলেও তা পরিস্কারভাবে ছবি দেখা যেতনা।
বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মন্ত্রনালয়ে অবহিত করলে স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে মেশিনটি পাটানো হয়েছে। মেশিনটি পেলে উপজেলার দরিদ্র অসহায় রোগীরা বিনা মূল্যে চিকিৎসা করতে পারবেন। এছাড়াও মন্ত্রনালয় থেকে একটি ইসিজি মেশিন দেয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, আমি এ হাসপাতালে যোগদানের পর থেকে আল্ট্রানসোগ্রাফি ও ইসিজি মেশিন না থাকায় সুষ্টভাবে চিকিৎসা করা যাচ্ছিলনা।
অনেক চেষ্টা তদবিরের পর উর্ধতন কতৃপক্ষ বিশ্বনাথ উপজেলাবাসির সেবার মানোন্নয়নে দুটি বরাদ্ধ দিয়েছেন। আমি আমার উর্ধতন কর্তপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।