নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ এলাকার জেলা পরিষদ ডাক বাংলা ও খাদ্য গোদামের পশ্চিমে প্রায় কয়েক কোটি টাকা মূল্যের সরকারি জায়গা দখলের তৎপরতা অব্যাহত রয়েছে। দীর্ঘদিন ধরে রাতের আধারে ময়লা আবজনা পলিথিন ফেলে পুকুর ও ডোবা আকৃতির এই জলাভুমিকে ভরাট করা হচ্ছে। ভুমির উত্তর পাশে বাউন্ডারির দেয়াল থাকলেও রাতের আধারে একটু একটু করে দেয়াল ভেঙ্গে দেয়া হয়েছে। রাতের আধারে মুল্যবান এ ভুমির পশ্চিম ও উত্তর পাশে ট্রাক যোগে বালু এনে স্তুপ করে রাখা হয়। গত ২/৩দিন ধরে কয়েকজন পুরুষ ও মহিলা শ্রমিক এই বালু জলাশয়ে ফেলে ভরাট করার চেষ্টা করছে। সরকারি এই জমিতে কে বালু ফেলে ভরাট করছে শ্রমিকদের কাছ থেকে জানতে চাইলে তারা কোন উত্তর না দিয়ে দুরে সরে যায়। কয়েক বছর পূর্বে ভুমির পশ্চিমপাশে সড়ক ও জনপদ বিভাগের বড় ধরনের একটি খাল ছিল। এই খাল দিয়ে শীত মৌসুমে মেশিন দিয়ে পানি উত্তেলন করে বিভিন্ন হাওরে ইরি ব্যুরো ফসলে দেয়া হতো। সেই খালটি ভরাট করে কয়েকটি স্থাপনা তৈরী করা হছেয়ে। সড়ক ও জনপদ বিভাগের পূর্বপাশে কচুরিপানা যুক্ত এই জলাশয়টি দীর্ঘদিন ধরে উপজেলা পরিষদের ভুমি বলে জনশ্রæতি রয়েছে। কিন্তু প্রশাসনের চোখের সামনে ভুমি দখলের তৎপরতা থাকলেও প্রশাসন নিরব মনে হচ্ছে। প্রায় কয়েক কোটি টাকা মুল্যের এ ভুমি রক্ষায় প্রশাসনের নজর দেয়া উচিৎ।
বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক ক্ষোভের সাথে জানান, এ ভুমি সম্পুর্নরুপে উপজেলা পরিষদের। ভুমি রক্ষায় আমি চেয়ারম্যান থাকাকালিন সময়ে ৩/৪টি রেজুলেশন করেছি। এ ভুমি দখলের প্রচেষ্টার তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা করছি।
বিষয়টির ব্যাপারে জানার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার ভুমিকে একাধিকবার কল করলে ফোন রিসিভ করেননি।