রোববার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ফায়ার স্টেশন দক্ষিণ শাখার কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, নর্থ-ইস্ট পেট্রোল পাম্পে একটি ট্রাক তেল নিতে গেলে হঠাৎ পাইপে আগুন লেগে যায়। সাথে সাথে ট্রাকের চাকায় আগুন ছড়িয়ে পড়ে। ওই অবস্থায় ট্রাক চালক দ্রুত ট্রাকটিকে সরিয়ে নেয়। ওয়াটার সাপ্লাই থেকে চাকায় দ্রুত পানি ঢালতে থাকেন তিনি। প্রায় ৩০ মিনিট সবার চেষ্টার পর চাকার আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
এ ঘটনায় দুই জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও অপরজনকে বেসরকারি আরেকটি হাসপতালে প্রেরণ করা হয়েছে বলে জানান লামাবাজার ফাঁড়ির ইনচার্জ এ এইচ এম রাশেদুল ফজল। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে সিলেট ফায়ার স্টেশন দক্ষিণ শাখার কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ঘটনা সত্য। আমাদের ৩টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণ করতে গেলেও তার আগেই প্রত্যক্ষদর্শীরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন।