গাড়ি খাদে পড়ে বিসিএস ক্যাডারসহ দুই নারী নিহত

অপরাধ চট্টগ্রাম
শেয়ার করুন

ডাক ডেস্ক : বান্দরবানের রুমায় পর্যটকবাহী চাঁদের গাড়ি পাহাড়ের খাদে পড়ে বিসিএস ক্যাডারসহ দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ১০ জন। শনিবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রুমা-কেওক্রাডং সড়কের রুমসংপাড়া ও দার্জিলিং পাড়ার মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, ২৯তম বিসিএস ক্যাডার ডা. ফিরোজা খাতুন। আরেকজন জয়নব। দুজনের বাড়ি ঢাকা বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, গতকাল ৪৫ জনের নারী পর্যটক দল বান্দরবান জিপ-মাইক্রোবাস জিপ স্টেশন থেকে পাঁচটি গাড়ি নিয়ে কেওক্রাডং ভ্রমণে যায়। কেওক্রাডং ভ্রমণে গিয়ে ফেরার পথে আজ রুমা-কেওক্রাডং সড়কের রুমসংপাড়া ও দার্জিলিং পাড়ার মাঝামাঝি এলাকায় গেলে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে দুজন নিহত ও দশজন গুরুতর আহত হন। এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পাড়ে। দুর্ঘটনায় নিহত দুজন নারী পর্যটকের বাড়ি ঢাকায় বলে জানা গেছে।

বান্দরবান রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহাবুবুল হক প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় দুজন নারী পর্যটক নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পর্যটকদের উদ্ধারে কাজ চলমান রয়েছে। আহত বা নিহতের পরিচয় পরে জানা যাবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *