ডাক ডেস্ক : সুনামগঞ্জের শান্তিগঞ্জে ছাগলে মরিচের গাছ খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নাইম মিয়া (১৭) নামের এক কিশোর খুন হয়েছেন। সে উপজেলার রনসী গ্রামের বশির মিয়ার ছেলে।
রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের রনসি গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে নাইম মিয়ার চাচাতো ভাই আছকন্দর আলীর ছেলে জাবেল আহমদের একটি ছাগল প্রতিবেশী অজুদ মিয়ার মরিচ ক্ষেতে ঢুকে গাছ খাওয়া শুরু করে। এসময় প্রতিবেশী অজুদ মিয়ার ছেলে ফুল মিয়া ছাগলের মালিককে অকথ্য ভাষায় গালাগালাজ করতে থাকেন। একপর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে দেশীয় অস্ত্রের (সুলফি) আঘাতে নাঈম মিয়া মারাত্মক আহত হন। পরে তাকে কৈতক হাসপাতাল নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নাইম মিয়ার ভাই ছালেক মিয়া বলেন, আমার চাচাতো ভাইয়ের ছাগল মরিচের গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ অজুদ মিয়া, ফুল মিয়া, জাফরুল মিয়া, এমরানুল কয়েছ, রাফিকুল, সুফিকুলসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমণ করেন। একপর্যায়ে তাদের সুলফির আঘাতে আমার ভাই নাইম মিয়ার মৃত্যু হয়। পরে কৈতক হাসপাতালে নিয়া গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদীর হোসেন বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করেছে। যাচাই বাছাই’র জন্য আপাতত তাদের নাম বলা যাচ্ছে না। থানায় মামলার প্রস্ততি চলছে।