ডাক ডেক্স : সিলেটের সূনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কামালবাজার ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ৩৬ বৎসর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
৪জুলাই বৃহস্পতিবার বেলা ২টায় মাদ্রাসা মিলনায়তনে কার্যক্রমের উদ্বোধন করেন কামালবাজার ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ, একে এম মনোওর আলী। প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী উদযাপন পরিষদের আহবায়ক মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কামালবাজার ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা বোরহান হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কামালবাজার ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম সালেহী, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজম আলী, তালিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ, কামালবাজার ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সদস্য হাজী বশির মিয়া, এইচ এম মাসুক মিয়া, সমাজসেবী সাহাবউদ্দিন বখত রোমন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী মাওলানা নজরুল ইসলাম, বর্তমান ছাত্র-ছাত্রীদের পক্ষে মাদ্রাসার ভিপি হাফিজ হোসাইন আহমদ, মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন কাজী ছালিক আহমদ খান, হাবিবুর রহমান ফারুক, মাওলানা আব্দুল হামিদ, হাফিজ ফারুক আহমদ ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রাক্তন শিক্ষার্থী ফখরুল ইসলাম। নাতে রাসুল (সঃ) ও জাগরণী সংগীত পরিবেশন করেন আল মনোয়ার শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ।
মাদ্রাসার প্রথম ব্যাচের ছাত্র কাজী ছালিক আহমদ খানের রেজিস্ট্রেশনের মাধ্যমে, রেজিস্ট্রেশন বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
সভায় প্রায় পাঁচশত প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী মাদ্রাসার বর্তমান শিক্ষক -শিক্ষিকা, গভর্নিং বডির সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।