নিজস্ব প্রতিবেদক : আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এবং ‘হাওরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের’ আওতায় সুফলভোগীদের মাঝে মুরগী বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রাণীসম্পদ দপ্তর থেকে ৩হাজার ৬শ মোরগ বিতরণ করা হয়।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. নাহিদ নাওরিন সুলতানার সভাপতিত্বে ও প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) আবুল বাসার জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার। তিনি বলেন, উপজেলার ৫টি ইউনিয়নে ‘হাওরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের’ আওতায় সুফলভোগীদের আরো স্বাবলম্বি করতে সরকারে এ উদ্যোগ। যারা এ উদ্যোগ গ্রহণ করেছেন, তারা যেন এসব মোরগগুলো লালন পালন করে তাদের মানোন্নয় আরো বৃদ্ধি করেন। সরকারে এ কার্যক্রম চলমান আছে এবং থাকবে।
প্রাণী সম্পদ কর্মকর্তা বলেছেন, ইতি পূর্বে এই প্রকল্পের আওতায় মোরগ বিতরনের পাশাপাশি ১শ পরিবারে মাঝে উন্নত জাতেন ছাগল ও ভেড়া বিতরণ করা হয়েছে। আমরা পরবর্তীতে মোরগীর ঘর বিতরণ, তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা, ঔধষ ও খাবার বিতরণ করব। মুলত প্রকল্পের লক্ষ বা উদ্দেশ্য হচ্ছে, আতœকর্মসংস্থান তৈরী করা, নারীদের অর্থনৈতিক উন্নয়নে ভুমিকা রাখা এবং প্রাণীজ পুষ্টি নিশ্চিত করা।
অনুষ্ঠানে ২৪০জন সুফলভোগী জনপ্রতি ১৫টি করে মোট ৩জাহার ৬শ মোরগ বিতরণ করা হয়। মোরগের মধ্যে ছিল সোনালি পুলেট জাতের ১৩টি ও সোনালি জাতের ককরেল ২টি, মোট ১৫টি।