ডাক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা হিসেবে পরিচয় দিয়ে ঢাকায় বিএনপি কার্যালয়ে ব্রিফিং করা সেই ‘মিয়ান আরাফি’কে আটক করা হয়েছে। তার পুরো নাম মিয়া জাহিদুল ইসলাম আরাফি বলে জানা গেছে।
রোববার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ডিসি মিডিয়া মো. ফারুক হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরাফিকে রোববার দুপুরে বিমানবন্দর থেকে আটক করা হয়।
শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের এলাকায় দিনভর ব্যাপক সহিংসতা ও সংঘাতের পর হঠাৎ করেই মিয়ান আরাফি বলে এক ব্যক্তি নিজেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা হিসেবে দাবি করেন। তবে এই ব্যক্তির বিএনপি কার্যালয়ে যাওয়া এবং বক্তব্য রাখার বিষয়ে কোনো দায় নেয়নি বিএনপি। এদিকে মার্কিন দূতাবাস জানিয়েছে, ‘এই ব্যক্তির সঙ্গে দূতাবাসের কোনো সম্পর্ক নেই।