নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমার সিলাম ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও চান্দাই কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব হাফেজ শামসুজ্জামান শমসের আলী আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলিইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬০ বছর।
তিনি বুধবার (৪ অক্টোবর) সকাল ১০টা ৫০ মিনিটের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন।
তিনি ১ ছেলে, আত্মীয়-স্বজন, অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ বুধবার রাত ৯টায় সিলাম ইউনিয়নের ভাঙ্গী সৈয়দ কুতুব-জালাল শাহী ইদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
এদিকে, সিলাম ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও চান্দাই কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব হাফেজ শামসুজ্জামান শমসের আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ,সাবেক ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র প্রতিষ্ঠাতা আহবায়ক শাহ ইমাদ উদ্দিন নাসিরী, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, হাফেজ শামসুজ্জামান শমসের আলী আজীবন কোরআনের খেদমতে নিয়োজিত ছিলেন। তারা মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।