ডাক ডেস্ক : রাজধানীর আইডিইবি ভবনে কৃষি বিপ্লব ও জলবায়ু পরিবর্তন নিয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আন্দোলন-সংগ্রাম করে সরকারকে হটানো সম্ভব নয়। তাই নেতা-কর্মীদের হতাশায় নিমজ্জিত না করে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
সভায় কৃষিমন্ত্রী আরো বলেন, বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে দেশের মানুষ খুবই কষ্টে রয়েছে। এসময় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান জানান, অর্থনীতির ভারসাম্য ঠিক রাখতে কৃষি বিনিয়োগে জোর দেয়া জরুরি।
রাজধানীর আইডিইবি ভবনে ‘কৃষি বিপ্লব ও জলবায়ু পরিবর্তনের প্রভাব’ শীর্ষক সেমিনারের আয়োজন বাংলাদেশ ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট ফোরাম।
অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিখাতে ক্ষতিসমূহ তুলে ধরেন আলোচকরা। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি কৃষিখাতে আরো আধুনিকায়ন ও বিনিয়োগের প্রয়োজন রয়েছে।
নিত্যপণ্যের বাজারে উচ্চমূল্যের প্রভাবে মানুষ কষ্টে আছে এমন কথা স্বীকার করে কৃষি পণ্য উৎপাদনের প্রতি আরো জোর দেয়ার কথা জানান কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক।
ড. আব্দুর রাজ্জাক আরো বলেন, আন্দোলন, সংগ্রাম ও বিক্ষোভ কর্মসূচিতে বিএনপি সরকারের পতন ঘটাতে পারবে না।
ডিমের আমদানির অনুমতির ফলে অসাধু ব্যবসায়ী ও মজুতদারদের শুভ বুদ্ধির উদয় হবে বলে মনে করছেন ড. আব্দুর রাজ্জাক।