ডাক ডেক্স : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কাটাগাঙ্গ খালে উপর নির্মিত বেইলি ব্রিজ ভেঙ্গে রড-সিমেন্ট বোঝাই ট্রাকসহ পানিতে ডুবে দুই জন নিখোঁজ হন। পরে ঘটনাস্থলে সুনামগঞ্জ ও জন্নাথপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে এক ঘন্টার অভিযান চালিয়ে দুই জনের লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন সিলেট জেলার এয়ারপোর্ট থানার সাহেব বাজার ইউনিয়নের ধুপাগুল গ্রামের মো. মুসলিম আহমদের ছেলে ট্রাক চালক মো. জাকির আহমদ ও কোম্পানীগঞ্জ থানার ইদ্রিস মিয়ার ছেলে হেলপার ফারুক মিয়া।
সেতু ভেঙে যাওয়ায় জগন্নাথপুরের সঙ্গে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে জগন্নাথপুর উপজেলার কাটাগাঙ্গ খালে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার কবলে পড়া ট্রাকটি রড-সিমেন্ট নিয়ে রাণীগঞ্জের দিকে যাচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। এই সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। কর্তৃপক্ষ এ সম্পর্কে অবগত আছে বলেও জানান তারা।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বেইলি সেতু ভেঙে ট্রাকচালকসহ দুইজন নিখোঁজ হন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালিয়ে ২ জনের লাশ উদ্ধার করেছে।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সহকারী পরিচালক তারেক হাসান ভ‚ঁইয়া বলেন, খবর পেয়ে ডুবুরি টিমসহ আমরা সাথে সাথে ঘটনাস্থলে যাই এবং উদ্ধার কাজ শুরু করি। ১ ঘন্টার অভিযানে আমার দুইজনের লাশ উদ্ধার করি।