স্টাফ রির্পোটার: সিলেটের পুলিশ সুপার ও সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো: ফরিদ উদ্দিন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততার চর্চা করেন বলেই তিনি আজ বিশ্বের সেরা রাষ্ট্রনায়ক। দেশের মাটি ও মানুষের প্রতি ভালোবাসা ও মনের টানে অনেক ঝুকি নিয়েও রাষ্ট্র পরিচালনা করে বিশ্বে প্রশংসিত হয়েছেন। আমরা সবাই সত্যের চর্চা করলে এক সময় মানবতার কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে পারব। আরশ আলী গণি এমন একজন মানুষ যিনি মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। আমি তার সফলতা কামনা করছি।
ফরিদ উদ্দিন বলেন, ছোট-খাটো বিষয় নিয়ে অনেক মানুষ না বুঝে মামলা মখদ্দমায় জড়িয়ে পরেন, এতে বাদি-বিবাদি উভয়ই ক্ষতিগ্রস্থ হন। তাই আমাদের পুলিশ বাহিনী অধিকাংশ ক্ষেত্রে বাদি-বিবাদিরকে নিয়ে আপোষে বা গ্রাম্য সালিশে বিরোধ নিষ্পত্তি করে দেন। এতে থানায় মামলার সংখ্যা অনেক কমে গেছে। তিনি বলেন, এক সময় সাধারণ মানুষ থানায় ভয়ে যেত না। এখন আর সেই পরিবেশ নেই। তবুও সাধারণ মানুষ যাতে কোন কষ্ট না পায় সেদিকে তিনি পুলিশ বাহিনীকে সক্রিয় থাকার আহবান জানান।
গতকাল সোমবার (২৯ আগষ্ট) বিশ্বনাথ উপজেলার ২নং খাজান্সি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার পরিবারের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ ৪০পরিবারের মধ্যে ঢেউটিন ও মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ২নং খাজান্সি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গনির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তেব্যে বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট এএইচএম ফিরোজ আলী বলেন, খাজান্সি ইউনিয়নের মানুষ আরশ আলী গনিকে চেয়ারম্যান নির্বাচিত করে নিজেরাই সম্মানিত ও ধন্য হয়েছেন। করোনাকালিন সময়ে ও চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের বাড়ি বাড়ি গিয়ে নিজ চোখে দেখে এবং ব্যক্তিগত তহবিল থেকে মানুষকে সাহায্য সহযোগিতা করে মানবতার এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি এ ধারা অব্যাহত রাখতে আরশ আলী গনি ও তার পরিবারের প্রতি অনুরোধ জানান।
অনুষ্টানে আরও বক্তব্য রাখেন, ওসমানী নগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা গাজী আতাউর রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ সুমন, জিয়াউল হক জিয়া, আব্দুন নূর, ফয়জুল হক জুয়েল, প্যানেল চেয়ারম্যান হাবিব মিয়া, রইস আলী মেম্বার, আশিক খান সখা।
আক্তার হোসেন ও শাহ সিদ্দিকুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ পৌর আওয়ামীলীগের আহবায়ক অব্দুল জলিল জালাল, সাবেক মেম্বার নুরুল ইসলাম, মহিলা সদস্যা সুনামালা বেগম, শানুর হোসেন প্রমুখ।