নিজস্ব প্রতিবেদক: সিলেটের দ্রুত বিচার ট্রাইবুনাল আদালতে বিশ্বনাথের চাঞ্চল্যকর স্কুলছাত্র সুমেল হত্যা মামলার ১ম শুনানী হবে সোমবার (২২ আগস্ট)। সিলেট জেলা ও দায়রা জজ আদালত থেকে ইতিপূর্বে মামলাটি বিচারের জন্য এ আদালতে স্থানান্তর করা হয়েছিল। সোমবার আসামীদের জামিনের বিষয়ে এবং বিচার কার্যক্রম নিয়ে শুনানী হতে পারে। আদালতের বিজ্ঞ সরকারি কৌশলী সারওয়ার হোসেন আবদাল জানান, মামলার শুনানীর বিষয়ে তিনি প্রস্তুত রয়েছেন।
বাদী পক্ষের সিনিয়র আইনজীবি এএসএম গফুর জানিয়েছেন, মামলার বিষয়ে আমরা শুনানী করতে প্রস্তুত রয়েছি। মহামান্য হাইকোর্ট এবং জেলা জজ আদালতে ইতিপূর্বে মামলার প্রধান আসামী সাইফুলের জামিন নামঞ্জুর করা হয়েছে। তিনি আরও জানান, এই চাঞ্চল্যকর মামলাটির বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইবুনালে স্থানান্তর করা হয়েছে।
উল্লেখ্য যে, বিশ্বনাথের চাউলধনী হাওরের বিরোধকে কেন্দ্র করে যুক্তরাজ্য প্রবাসী ও হাওরের সাবলীজ গ্রহিতা সাইফুল ও তার বাহিনী স্কুলছাত্র সুমেলকে দিনদুপুরে পূর্বপরিকল্পনা অনুযায়ী গুলি করে হত্যা করে। এসময় তার বাবা চাচাসহ চারজন গুলিবিদ্ধ হন।