প্রযুক্তির অপব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে- শিক্ষামন্ত্রী

Uncategorized
শেয়ার করুন

স্টাফ রির্পোটার: শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ডিজিটাল বাংলাদেশের রূপকার। আওয়ামীলীগ সরকার স্বল্পমূল্যে তথ্য প্রযুক্তির ব্যবহারের সুযোগ একেবারে গ্রাম পর্যায়ে পৌছে দিয়েছে। শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার আরো বৃদ্ধি করা হবে। প্রযুক্তির মাধ্যমে যারা শিক্ষা ধর্মের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি ভিন্নখাতে নিয়ে সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি বলেন, সিলেটের ভয়াবহ বন্যায় মানুষের যে ক্ষতি হয়েছে, তাতে অবগত রয়েছেন সরকার। ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের উন্নয়ন কাজ করা হবে। যে সমস্ত শিক্ষার্থীর বাড়ী-ঘর ও পাঠ্যপুস্তক পানিতে ভেসে গেছে, তাদের পূর্ণবাসন করা হবে। সিলেটের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বই দেয়া হবে।
১৮ জুলাই সোমবার সিলেট সার্কিট হাউসে সিলেট জেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান এর পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সাংসদ সৈয়দা জৈয়বুন্নেছা হক, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক।
সুজাত আলী রফিক বলেন, মহান জাতীয় সংসদে একজন সাংসদ সম্পুর্ণরূপে ভুল তথ্যের উপর ভিত্তি করে শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে তিনি কঠোর সমালোচনা করেন। কিন্তু এই মিথ্যা বক্তব্যের বিরুদ্ধে আমাদের একজন সংসদ সদস্যও তার বিরুদ্ধে কোন প্রতিবাদ করেননি। অবশ্যই পরে তিনি তাঁর বক্তব্য এক্সপাঞ্জের অনুরোধও করেন। আওয়ামীলীগের অভ্যন্তরে থাকা কিছু লোকও এ নিয়ে না বুঝে সমালোচনা করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। এসব ডিজিটাল অপপ্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর যে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্যার আশ্রয় কেন্দ্রে আদলে নির্মাণ করা হয়েছিল, সেসব প্রতিষ্ঠানে মানুষ আশ্রয় নিয়ে জীবন রক্ষা করেছেন। কিন্তু অনেক প্রতিষ্ঠানের দু’তলায় স্যানেটেশন ব্যবস্থা না থাকায় মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়। এখন থেকে তিনি তিনতলা ভবন নির্মাণের দাবী জানান।
শিক্ষামন্ত্রী বক্তাদের বক্তব্য ধৈর্য্য সহকারে শ্রবণ করেন এবং দাবী বাস্তবায়নের আশ্বাস দেন ।
সভায় সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক কে “বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব” পদকে ভূষিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নিজাম উদ্দিন চেয়ারম্যান, আখলাকুর রহমান চৌধুরী সেলিম, আবু হেনা মোঃ ফিরোজ আলী, আমাতোজ জোহরা রওশন জেবিন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সিলেট জেলা শ্রমিক লীগের সভাপতি এজাজুল হক এজাজ, সিলেট জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক এড. সালমা সুলতানা, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সুজন দেব নাথ, সিলেট জেলা সিলেট জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস প্রমুখ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *