সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
ঈদের জামাতে ইমামতি করবেন নগরীর বন্দর বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন। এর আগে বয়ান পেশ করবেন সৈয়দুর রহমান হাবিবী (শায়খে বরুণী)।
পুলিশ লাইনস মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
হযরত শাহজালাল (রহ) এর দরগাহে একমাত্র ঈদের জামাত সকাল ৯টায়। এতে ইমামতি করবেন হাফেয মাওলানা আসজদ আহমদ। কালেক্টরেট জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়।
কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল ৮টা, ৯টা ও ১০টায় ঈদুল ফিতরের মোট তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
বরইকান্দি শাহী ঈদগাহ : দক্ষিণ সুরমা উপজেলা ঐতিহ্যবাহী বরইকান্দি শাহী ঈদাগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ঈদের নামাজে ইমামতি করবেন বরইকান্দি মিস্ত্রী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মো. আমিনুল ইসলাম।
ঈদের জামাতে মুসল্লিদেরকে যথাসময়ে শরীক হওয়ার জন্য বরইকান্দি শাহী ঈদগাহ পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
সুত্র শ্যামল সিলেট