নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য এইচএম ফিরোজ আলী বলেছেন, নৌকার বিজয় সুনিশ্চিত করতে ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ। এই দলে পছন্দ-অপছন্দ এবং নির্বাচনে প্রার্থী হওয়ার প্রতিযোগিতা থাকতেই পারে। কিন্তু আওয়ামীলীগের কোন নেতাকর্মী প্রতিহিংসায় বিশ্বাস করেনা। আমাদের নির্বাচনের শেষ আদর্শ হচ্ছে নৌকা প্রতীক। নৌকা প্রতীক দেখলেই আমাদের নাড়ীর স্পন্দন জাগ্রত হয়ে যায়। তাই সকল ভেদাভেদ, মান অভিমান ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকে ভোট দিয়ে আরশ আলীকে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি সবিনয় অনুরোধ জানান।
৮ জানুয়ারী শনিবার সকাল ১১টায় বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ইয়াহিয়া কনভেশন হলে খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী চেয়ারম্যান পদপ্রার্থী আরশ আলী গণি’র সমর্থনে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখছিলেন।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপত্বি আব্দুন নুরের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুক আহমদ। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শংকর চন্দ্র ধরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাহ আসাদুজ্জামান, যুগ্ম সাধারন সম্পাদক আমীর আলী চেয়ারম্যান, মকদ্দুছ আলী, উপদেষ্টামন্ডলীর সদস্য মাহবুব আলী, আইনবিষয়ক সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য কবির আহমদ কুব্বার, মুক্তিযোদ্ধা আফতাব আলী ও মখদ্দুছ আলী।
স্বাগত বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আরশ আলী গণি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সামছুল ইসলাম তোতা মিয়া, জ্যোতিময় দে মতি, আনোয়ার আলী, রিয়াজ আলী মেম্বার, সুন্দর আলী, আখতার হোসেন, আব্দুর রশীদ, সালেহ আহমদ, কদর আলী, তোফাজ্জাল হোসেন ভান্ডারী, আব্দুল মালিক, আব্দুল মুহিত আমীর আলী, মিজাজুল হোসেন, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু, সৈয়দ জালাল উদ্দিন, রঞ্জিত দাস, সালেহ আহমদ, মজর আলী, আখতার হোসেন, আবুল হোসেন, কামাল আহমদ, বিদ্যাভুষণ চক্রবর্তী, আব্দুল মনাফ, আব্দুল খালিক, ভক্তকর, শাহ সিদ্দিকুর রহমান, শাহ মুজিবুর রহমান, মানিক মিয়া, আব্দুল কাদির, আব্দুল মতিন, ওয়াহাব আলী, আখতার হোসেন,মাসুক আলী, লিয়াকত আলী প্রমুখ।
সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সঞ্জিত মেম্বার ও গীতা পাঠ করেন বিদ্যাভূষন চক্রবর্তী। সভায় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় সুনিশ্চিত করতে কাজ করবেন বলে অঙ্গিকার করেন।