চাউলধনী হাওর লীজ গ্রহণে প্রতারনা, জালিয়াতি ও দূর্নীতির মামলাঃ ৪জন জেলহাজতে

Uncategorized
শেয়ার করুন

বিশ্বনাথের ডাক ২৪ ডেক্স: বিশ্বনাথ উপজেলার চাউলধনী হাওরের লীজ গ্রহণকালিন সময়ে বিভিন্ন ভাবে প্রতারনা, জাল-জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরী ও চরম দূর্নীতির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। কামারগাঁও নিবাসী মৃত আব্দুর রাজ্জাকের পুত্র মৎস্যজীবি রোশন আলী আদালতে প্রতারনার একটি মামলা দায়ের করেন। বিশ্বনাথ সিআর ১৮৫/২০২১ইং। আদালতের নিদের্শে বিশ্বনাথ থানা পুলিশ দন্ডবিধি আইনের ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৬১/৪০৬/৩৭৯/১০৯ মতে মামলাটি রুজু করেন। গত ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার আসামী জোনাব আলী ও শাহিন আদালতে হাজির হলে শুনানী শেষে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। শুক্রবার দিবাগত রাতে একই মামলার আসামী সিরাজকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন। ইতিপূর্বে চাউলধনী হাওরের লীজে অন্যতম জালিয়াতকারী আব্দুল জলিল গত কয়েক মাস ধরে হাজতে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ জেল হাজতে থাকা আসামীদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে চাউলধনী হাওরের জাল জালিয়াতি ও সকল প্রমাণাধীসহ অবৈধ অস্ত্রের সন্ধান এবং চাউলধনী হাওরের ডাবল মার্ডারের আসামী ও সুবিধাভোগী সহ সকল তথ্য পাওয়া যাবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *