নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য, সিনিয়র সাংবাদিক, লেখক ও কলামিষ্ট এএইচএম ফিরোজ আলী বলেছেন, যুক্তরাজ্যসহ বর্হিবিশ্বে অবস্থানরত প্রবাসীরা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। রেমিটেন্স যোদ্ধাদের প্রেরিত অর্থের কারনে বাংলাদেশের রিজার্ভ অনেকগুন বৃদ্ধি পেয়েছে। স্বাধীনতা যুদ্ধে প্রবাসীরা নিজে না খেয়ে দেশে টাকা পাঠিয়ে অস্ত্র কেনায় সহযোগিতা করেছেন। বঙ্গবন্ধুর জন্য বিদেশী আইনজীবি প্রেরণ ইতিহাসের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেই হিসেবে প্রবাসীরা আমাদের সম্পদ এবং তাদেরকে আমরা সম্মান ও শ্রদ্ধা জানাই।
৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ২টায় বিশ্বনাথের স্থানীয় একটি হোটেলে প্রবাসীদের সংবর্ধনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। যুক্তরাজ্য সান্ডারল্যান্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী শাহিন আহমদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিশ্বনাথ উপজেলা ক্রীড়া এসোসিয়েশন।
সংগঠনের সভাপতি রুহেল খানের সভাপতিত্বে সংর্বধিত অতিথির বক্তব্যে শাহিন আহমদ বলেন, প্রবাসীরা দূরে থাকলেও নাড়ীর টানে এবং এদেশের মাটি ও মানুষের ভালবাসায় উদ্ভুব্দ হয়ে জন্মভূমিতে ফিরে আসতে হয়। আমরা দেশে আসলে বিদেশের কষ্ট ভুলে গিয়ে নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে সহযোগিতা করে থাকি। শাহিন আহমদ নিজেকে একজন ক্রীড়াবিদ দাবী করে বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের খেলার মান উন্নয়নে তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফিজ কমর উদ্দিন ও সভা পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক একেএম তুহেম।
প্রধান বক্তার বক্তব্যে দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন বলেন, প্রবাসীরা আমাদের সম্পদ। প্রবাসীদের অবদান ঐতিহাসিক ভাবে স্বীকৃত। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জবেদুর রহমান, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও ক্রিকেট এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও জেলা যুবলীগ নেতা মোঃ সিতার মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন সাজুল।
বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগ নেতা সৈয়দ সাজু, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারতি দাশ পাপ্পু, ফারুক আহমদ, নাঈম আহমদ প্রমুখ। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি শাহিন আহমদকে ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
