নিজস্ব প্রতিবেদক: বিশ্বনাথ উপজেলার ৩নং অলংকারী ইউনিয়নের পিঠাকরা গ্রামে একজন সরকারি কর্মকর্তার কাজে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিশ্বনাথ ভূমি অফিসের সার্ভেয়ার রাবেয়া বেগম উধ্বর্তন কর্মকর্তার নিদের্শে পিঠাকরা মৌজার ১নং খতিয়ানের ৬৭৫ ও ৬৯৮ দাগের ৬৯ শতক ভূমির সরজমিনে জরিপ করতে যান। এই ভূমির উপর দিয়ে চলমান একটি রাস্তা কতিপয় ব্যক্তি পাকা দেয়াল নির্মাণ করে জবর-দখল করার চেষ্টা করছে। এই গ্রামের মাওলানা ইলিয়াছ হুমাইদি সরকারি জায়গার উপর জবর-দখলকৃত রাস্তা উদ্ধারের জন্য আবেদন করলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিদের্শে সার্ভেয়ার রাবেয়া আজ (২৫ আগষ্ট) বুধবার ঘটনাস্থলে যান। এই খবর পেয়ে গ্রামের প্রাক্তন মেম্বা আজাদ মিয়া, ময়না মিয়া, মাহমদ আলী, জালাল মিয়া, বাদশা মিয়া, আখতার হোসেন, নুরুল ইসলাম, ইমরান হোসেন, আব্দুস সালাম, ইসলাম উদ্দিন রাস্তার পাশে কাজ করার অজুহাতে দা, ডেগার, রড, লাঠিসহ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে উৎপেতে থাকেন। সার্ভেয়ার রাস্তার মাপ শুরু করলে সার্ভেয়ারের সাথে তারা অশ্লীল ভাষায় কথা-বার্তা ও তর্ক বির্তক শুরু করে এবং সরকারি রাস্তা মাপজোগ না করতে বাধা দেয়। এসময় ইলিয়াছ হুমাইদি সার্ভেয়ারকে রক্ষায় এগিয়ে গেলে তাকে প্রাণে হত্যার হুমকি দেওয়া হয়। সার্ভেয়ার তড়িগড়ি করে রাস্তার কিছু অংশ জরিপ করে কোন রকম ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনাস্থলে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের একজন জানান, সরকারি কর্মকর্তার সাথে এ ধরনের আচরন করা মোঠেই ঠিক হয়নি। কিন্তু আমরা গরীব লোক, এদের বিরুদ্ধে কথা বললেই বিপদ আসবে। সার্ভেয়ার রাবেয়া বেগম জানান, সব ঘটনা আমি স্যারকে (এসিল্যান্ড)কে জানিয়েছি। আমার বলার কিছু নেই। আবেদনকারী ইলিয়াছ হুমাইদি জানান, একজন সরকারি কর্মকর্তার সাথে কতিপয় লোক চরমভাবে খারাপ আচরন ও রাস্তা জরিপে বাধা দেয়। আমি এগিয়ে গেলে আমাকে তারা হত্যার হুমকি দিয়েছে। এমতাবস্থায় এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী করছি।