নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের বহুল আলোচিত ইয়াবা ব্যাবসায়ী তবারকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত ১০ আগষ্ট মঙ্গলবার শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করা হয়।দুই / একদিনের মধ্যে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।২০১৭ সালের ২২ এপ্রিল রামপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের পাশের রাস্তায় তানজিনা আক্তার সাথি নামের এক মহিলার লাশ উদ্ধার করেছিল পুলিশ।তৎকালিন বিশ্বনাথ থানার এস আই রফিকুল ইসলাম বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।গত পঁচিশ জুলাই বিশ্বনাথ থানা পুলিশ ইয়াবা সম্রাট তবারক খুনের মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য দিনের রিমান্ড আবেদন করেছিলেন।মামলার তদন্তকারী কর্মকর্তা ও বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান রিমান্ড মন্জুরের তথ্য জানিয়ে ২/১ দিনের মধ্যে তবারককে এনে জিঙ্ঘাসাবাদ করা হবে বলে জানান।হত্যাকান্ডের পর পুলিশ এমরান নামের একজন যুবলীগ কর্মীকে গ্রেফতার করে মামলাটি ভিন্নখাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।আদালতে খুনের ঘটনার সাথে জড়িত থাকায় আসামি কয়েকজনের নাম উল্লেখ করে আদালতে ১৬৪ ধারা মতে জবানবন্দি প্রদান করে।দীর্ঘ তদন্ত শেষে পুলিশ তবারককে গ্রেফতার করে।