প্রকাশিত সংবাদে আটগ্রাম বাজার কমিটির ভিন্নমত

Uncategorized
শেয়ার করুন

স্টাফ রির্পোটার: বিশ্বনাথে আটগ্রাম বাজারে মসজিদের জায়গায় দোকান ঘর নির্মাণঃ এলাকায় উত্তেজনা শিরোনামে বিশ্বনাথের ডাক ২৪ ডটকম অনলাইন পোর্টালে গত ১৫ মে একটি সংবাদ প্রচারিত হয়। আটগ্রাম বাজার কমিটির সভাপতি মোঃ আব্দুস শহিদ, সাধারণ সম্পাদক পরিমল দাস, কোষাধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ এক প্রতিবাদলিপিতে সংবাদের ভিন্নমত পোষণ করেছেন। প্রতিবাদলিপিতে তারা বলেন, বৈধ ভাবে বাজার কমিটি এলাকাবাসীর সম্মতি নিয়ে দোকান কোটা নির্মাণ করছেন এবং এলাকায় মারামারি বা কোন উত্তেজনার আশংকা নেই। এ ধরনের সংবাদে বাজার ও এলাকার ক্ষতি হবে বলে তারা মন্তব্য করেন।
প্রতিবেদকের বক্তব্য: এলাকা বা বাজারের ক্ষতি হয় এমন ভাবনা নিয়ে সংবাদটি প্রচারিত হয়নি। মদনপুর গ্রামের কাজল মালাকার ও দলিপাড়া গ্রামের আমির উদ্দিন বাজারের দোকান কোটা নির্মাণকে কেন্দ্র দুটি ১৪৪ধারার আবেদন করেন এবং থানা পুলিশ যথারীতি নোটিশও প্রদান করে। ভূমি দাতা মফিজ আলী বাজারে একটি মসজিদ নির্মাণ শর্তে দলিল সম্পাদন করে দিয়েছিলেন। কিন্তু এখনও মসজিদ নির্মাণ হয়নি। এখানে প্রতিবেদকের মনগড়া কোন তথ্য প্রচার করা হয়নি।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *