সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ জনতা। মহাসড়কের শেরপুর নামক স্থানে স্থানীয় জনতা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখেন। অবরোধের ফলে মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে।
শুক্রবার (১০ মে) রাত পৌনে নয়টার দিকে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ শুরু করেন তারা। এসময় সড়ক দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবরোধের ফলে মহাসড়কের শেরপুর এলাকার প্রায় দশ কিলোমিটার এলাকা জুড়ে আটকে পড়া যানবাহনের সারি দেখা গেছে।
ঢাকা থেকে সিলেটগামী বাসের যাত্রী শাবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিলেটভিউকে এ বিষয়টি জানিয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালেও অবরোধ তুলে নিতে ব্যর্থ হয় পুলিশ। পরে রাত সোয়া দশটায় মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন স্থানীয় জনতা।