সিলেটের দক্ষিণ সুরমার (ঢাকা-সিলেট মহাসড়কের) মরণফাঁদ রশিদপুরে প্রাণঘাতি সড়ক দুর্ঘটনা রোধে অবস্থান কর্মসূচি পালন করেছে নিরাপদ রশিদপুর বাস্তবায়ন পরিষদের (বিশ্বনাথ-ওসমানীনগর ও দক্ষিণ সুরমা উপজেলা)।
বুধবার দুপুরে ৬ দফা দাবিতে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নিরাপদ রশিদপুর বাস্তবায়ন পরিষদের (বিশ্বনাথ-ওসমানীনগর ও দক্ষিণ সুরমা উপজেলা) সংগঠন নামের ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়।
আগামী এক সপ্তাহের মধ্যে রশিদপুর ত্রি-মুখী পয়েন্টে গোল চত্বর নির্মাণ, স্পিড ব্রেকার নির্মাণ, স্থায়ী ট্রাফিক পুলিশ মোতায়েন, পয়েন্টের দুইপাশ প্রশস্থ করণ, যাত্রী ছাউনী ও রোড-সাইন স্থাপনসহ ওই ৬ দফা দাবি পুরণ করা না হলে কঠোর কর্মসূচি করবেন বলে ঘোষণা দেন বক্তারা।
ওই কর্মসূচিতে অংশগ্রহণ করে জনমঙ্গল ঈদগাহ যুব কমিটি, রশিদপুর গ্রামবাসী, প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থা হিমিদপুর, মানবতা রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থা, রাজাপুর সমাজ কল্যাণ সংস্থা দক্ষিণ সুরমা, এমএ মজনু ফোরাম বিশ্বনাথ, ন্যাশনাল স্পোটিং ক্লাব দক্ষিণ সুরমাসহ তিন উপজেলার বেশ কয়েকটি সংগঠন।
বুধবার নিরাপদ রশিদপুর বাস্তবায়ন পরিষদের আহবায়ক শেখ মোহাম্মদ আজাদের সভাপতিত্বে ও সদস্য আমির আলী এবং শহিদুল ইসলাম সাইদ’র যৌথ পরিচালনায় কর্মসুচিতে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা সুফি শামসুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন নাসিরী, জেলা বিএনপি নেতা লোকমান আহমদ, ইউপি সদস্য জহুর আলী, আব্দুল মোমিন মামুন মেম্বার, যুবলীগ নেতা আশিক আলী, বিএনপি নেতা আসাদুজ্জামান নূর আসাদ, সাংবাদিক নবীন সোহেল, তজম্মুল আলী রাজু, ওসমানীনগর যুবলীগ নেতা সেবুল আহমদ, সেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী, যুবলীগ ফয়জুল ইসলাম জয়, ছাত্রনেতা তানিমুল ইসলাম তানিম, ইমরান আহমদ সুমন, আব্দুল খালিক, মুহিত হোসেন, আব্দুল মান্নান রিপন, শেখ শাহিদুর রহমান, মনোহর হোসেন মুন্না, মুহিদ হোসেন, প্রবাসী আহাদ উল্লাহ শাহ, দয়াল উদ্দিন তালুকদার ইমাদ, রাহেল আহমদ, শফিক আহমদ পিয়ার, শেখ ফজর রহমান, ফজল খান, লায়েক আহমদ জিকু, তোয়াজিদুল হক তুহিন, শেখ মুমিন মর্তুজা শিপন, মাহবুব আহমদ, কাওছার আহমদ, আমিনুর রহমান শিপ্তা প্রমুখ।
এসময় কর্মসূচীতে উপস্থিত ছিলেন, যুবনেতা আলতাব হোসেন, জাবেদ আহমদ, শেখ ফজর রহমান,জামাল আহমদ, সামসুল ইসলাম, তৈমুছ আলী, শাহ মুজিবুর রহমান বাছন, ফিরোজ মিয়া, শাহ কবির আহমদ, জয়নাল আহমদ, এনাম আহমদ, আব্দুল হক, মাহবুব আহমদ, সেলিম আহমদ, আবুল কালাম রুনু, শাহ শহিদুল ইসলাম সুজা, হারুন মিয়া, হাসান প্রমুখ