স্টাফ রিপোর্টার : সফল ও শ্রেষ্ট নিকাহ, তালাক রেজিস্ট্রার ও কাজী নির্বাচিত হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার কামালপুর গ্রামের মাওলানা আব্দুল ওয়াদুদ। গত (২৬ নভেম্বর) ঢাকার দুইটি জাতীয় সামাজিক সংস্হার পক্ষ থেকে ইকোনোমিক রিপোটার্স ফোরাম মিলনায়তন পুরানা পল্টন ঢাকায় অনাড়ম্ব একটি অনুষ্ঠানের মাধ্যমে দুটি এ্যাওয়ার্ড দেয়া হয়েছে।মাওলানা আব্দুল ওয়াদুদ বিশ্বনাথ উপজেলার ৩নং অলংকারী ইউনিয়নের নিকাহ, তালাক রেজিস্ট্রার কাজী। বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে “বঙ্গবীর জেনারেল ওসমানী গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২০” অপরটি হল সোস্যাল ফাউন্ডেশনের পক্ষ থেকে “ বিজয় দিবস এ্যাওয়ার্ড-২০২০।
কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ ২০০৪ ইংরেজী থেকে অদ্যাবদী বিশ্বনাথ উপজেলার ৩ নং অলংকারী ইউনিয়নের নিকাহ, তালাক রেজিস্ট্রার দায়িত্ব অত্যান্ত দক্ষতার সাথে পালন করে আসছেন। তিনি ১৯৯৭সন থেকে ২০১৩ সন পর্যন্ত বিশ্বনাথ জামেয়া মোহাম্মদীয়া আরাবিয়া মাদ্রাসায়শিক্ষক ছিলেন। এছাড়া বিভিন্ন সামাজিক সংস্হা ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি, পরিচালক মর্নিস্টার একাডেমী বিশ্বনাথ, সদস্য সচীব হেফাজতে ইসলাম বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা। তিনি উপজেলার ৩নং অলংকারী ইউনিয়নের কামাল পুর গ্রামে এবং তিনি পিতার নাম মরহুম হাজী মফিজ আলী মাতার নাম আবিজান বিবি।