স্টাফ রিপোর্টার : সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের কাহিরঘাট মিসবাহুুল উলুম দাখিল মাদরাসার নৈশ প্রহরী আবদুল মতিন খান (৫০) হত্যা মামলায় মোফাজ্জল হোসেন (৩০) নামের একজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান ভূঁইয়ার আদালতে এ রায় ঘোষনা দেয়া হয়। এ ঘটনায় সাথে সংশ্লিষ্টতা না থাকায় মামলার অপর তিন আসামিকে বেখসুর খালাস দেয়া হয়।
মৃত্যুদন্ডপ্রাপ্ত ব্যক্তি কাহিরঘাট গ্রামের মৃত মুসলিম আলীর পুত্র। অব্যাহতি দেয়া হয় অভিযুক্ত স্থানীয় যুবলীগ নেতা তারেক আহমদ দোলন, সুন্দর আলী ও সুরুজ আলীকে।
উল্লেখ্য যে, ২০১৪ সালের ১৯ জুন রাতে দায়িত্বরত অবস্থায় কাহিরঘাট মিসবাহুুল উলুম দাখিল মাদরাসার নৈশ প্রহরী আবদুল মতিন খানকে কুপিয়ে হত্যা করে দন্ডপ্রাপ্ত মোফাজ্জল। ৫ হাজার টাকা লুট করতেই তাকে হত্যা করে সে। এ ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের মেয়ে সেলিনা বেগম।