স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ সদর ইউনিয়ন তালামীযের সহ-সভাপতি ও বিশ্বনাথ ছায়াঘর সমাজ সেবা সংস্থার সাংগঠনিক সম্পাদক হাফিজ বায়জিদ আহমদ স্মরণে এক স্মৃতি চারণ মুলক আলোচনা ও দোয়া মাহফিলে অনুষ্টিত হয়েছে। শুক্রবার বিকেলে বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসার হল রুমে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী বলেছেন, হাফিজ বায়জিদের মৃত্যুতে আমারা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। আমরা তার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। হাফিজ বায়জিদ ছিলেন একজন অত্যন্ত মেধাবী ও নীতি নৈতিকতায় তার অবস্থান ছিল শিক্ষনীয়। বায়জিদ অল্প বয়সে সকলের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিল। তার স্বভাব আচার আচরণ ছিল অমায়িক। হাসি মুখে সব সময় কথা বলত এবং ছোট বড় সকলকেই আগে সালাম জানাত। তার ব্যবহারে সকলেই মুগ্ধ ছিলেন। আমরা মহান আল্লাহর কাছে প্রর্থনা করি যে, আল্লাহ যেন এই কোরআনে হাফেজকে কবরের জীবনে সুখে শান্তিতে রাখেন এবং বেহেস্ত নছিব করেন।
তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুক্তাদির ফয়ছল ও হাফিজ লাহিন আহমদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক আশিক সাঈদের পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। প্রধান বক্তার বক্তব্য দেন, সিলেট পশ্চিম জেলা তালামীযের সভাপতি শেখ আলী হায়দার। বিশেষ অতিথির বক্তব্য দেন, বিশ্বনাথ উপজেলা আল-ইসলার সভাপতি তালুকদার মো: ফয়জুল ইসলাম, পৌর আল-ইসলার আহবায়ক মাওলানা আখতার আলী, সদস্য সচিব মাওলানা শেখ শাহজাহান, ঢাকা মহানগর তালামীযের সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমাদ উদ্দিন, সিলেট মহানগর তালমীযের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, পশ্চিম জেলা তালামীযের সহ-সভাপতি আবুল কাশেম, অর্থ সম্পাদক ইসলাম উদ্দিন লতিফি, মিয়ার বাজার আলিম মাদরাসার সহ-সুপার কবি পিয়ার মাহমুদ, মটুকোনা হায়জিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল মুকিত মুহিন, ছায়াঘর সমাজসেবা সংস্থার সহ-সভাপতি হাফিজ শামসুল ইসলাম। অনুষ্টানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন, তালামীযের সাধারণ সম্পাদক হোসাইন আহমদ।