দশঘর ইউনিয়ন নির্বাচনে নৌকার সমর্থনে উঠান বৈঠক

Uncategorized
শেয়ার করুন

স্টাফ রিপোটার : সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব জবেদুর রহমানের ‘নৌকা প্রতীকের’ সমর্থনে উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার দশঘর ইউনিয়নের ২ ও ৩নং ওয়ার্ডে গণসংযোগ শেষে বাদ সন্ধ্যা ইউনিয়নের দশঘর গ্রামে ছাত্রলীগ নেতা মালেক মিয়ার বাড়িতে ২নং ওয়ার্ডবাসীকে নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাচনে নৌকার কান্ডারী আলহাজ্ব জবেদুর রহমান।

সভায় বক্তারা বলেন, নৌকার বিজয় মানে সর্বস্তরের মানুষের প্রাপ্য অধিকারের নিশ্চয়তা। নৌকার বিজয় মানে নিরাপত্তার সাথে শান্তিতে বসবাস করা। নৌকার বিজয় মানে কাঙ্খিত উন্নয়ন অব্যাহত থাকা। দশঘর ইউনিয়নের উন্নয়নের সঠিক বাস্তবায়ন করতে ২৯ তারিখের নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুল। উন্নয়নের জন্য নৌকার বিজয়ের কোন বিকল্প নেই।

ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সদস্য শহিদুজ্জামান সেলনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মানিক মিয়া, সাবেক সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক বশির মিয়া, আওয়ামী লীগ নেতা মাসুক মিয়া, এলাকার মুরব্বী সুফি মিয়া, দশঘর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আশিদ আলী,  উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সিতার মিয়া, যুবলীগ নেতা রুহেল খান, জিয়াউর রহমান জিয়া, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রেদুয়ানুল করিম মাছুম, সাধারণ সম্পাদক মোবারক হোসাইন, দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহসিনুর রহমান, ছাত্রলীগ নেতা শাহান শাহ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছাত্রলীগ নেতা মালেক মিয়া।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী হাজী তোতা মিয়া, নানু মিয়া, সাকত আলী, আওলাদ মিয়া, সুন্দর আলী, তাহির আলী, আনসার মিয়া, তাহের আলী, নাজিম উদ্দিন, নূর মিয়া, আরশ আলী, পারুল মিয়া, সমুজ আলী, কৃষক লীগ নেতা জামাল আহমদ, যুবলীগ নেতা জয়নাল আবেদীন, ইউসুফ আলী, ছাত্রলীগ নেতা জামাল মিয়া, সেবুল মিয়া, জাহান আহমদ প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *