স্টাফ রিপোটার : সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজিতে ঔষধ কোম্পানীর ৮৫ হাজার টাকা ছিনতাই হওয়ার খবর পাওয়া গেছে। (৫ আগষ্ট) সোমবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট লামাকাজি গবিন্দগঞ্জ রোডের শ্যামনগর কাজিবাড়ির পশ্চিমের পয়েন্টে এ ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারিরা ঔষধ কোম্পানির সেল্সম্যান আকমল হোসাইনকে (মোসাদ্দিক) ও সুমন রায়কে গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুত্বর জখম করে সাথে ৮৬ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গুরুত্বর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, লামাকাজি ইউনিয়নের বিদ্যাপতি গ্রামের ডা: শাহনুর হোসাইনের পুত্র আকমল হোসাইন (মোসাদ্দিক) ও খাজাঞ্চি ইউনিয়নের নোয়ারাই গ্রামের কবিন্দ্র রায়ের পুত্র সুমন রায় দীর্ঘ দিন ধরে ইটিক্যাল নামের ঔষধ কোম্পানীতে সেল্সম্যানের কাজ করতেন। প্রতিদিনের ন্যায় আজ সোমবার গবিন্দগঞ্জ বাজার থেকে ৮৫ হাজার টাকা নিয়ে মোটরসাইকে লামাকাজি ফেরার পথে শ্যামনগর কাজিবাড়ির পশ্চিমের পয়েন্টে আসা মাত্র পেছন দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলে ৩ ছিনতাইকারি তাদের গতিরোধ করে। প্রথমে ছিনতাইকারিরা একটি বাশ দিয়ে আঘাত করে গাড়ি থেকে দুজনকে ফেলে দেয়। পরে ছিনতাইকারিরা মোসাদ্দিকের উপর এলোপাতাড়ি হামলা চালিয়ে সাথে থাকা ২টি মোবাইল ফোন ও ৮৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। সাথে সাথে অন্য একটি মোটরসাইকেলে আরো তিন জন এসে তাদেরকে হাসপাতালে পাঠানোর জন্য হাউমাউ শুরু করে। পরে জানা গেলো এ তিনজনও ছিনতাইকারিদের ছিল। সেখানকার স্থানীয়রা জানান, এ স্থানে প্রায়ই ছিনতাই, ডাকাতির ঘটনা ঘটে। আজকের ঘটনা নতুন নয়। আহতরা হাসপালে চিকিৎসাধীন আছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।