স্টাফ রিপোর্টার : টুকের বাজার-সিংগেরকাছ-বৈরাগী বাজার ও বিশ্বনাথ ভাঙ্গাচুরা সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্থানীয় এলাকাবাসি। শুত্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংগের কাছ বাজারে এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ যোগদান করেন।
এসময় বক্তারা বলেন, উপজেলার টুকের বাজার-সিংগের কাছ-বৈরাগী বাজার-বিশ্বনাথ সড়কটি খানাখন্দে ভরা। গুরুত্বপূর্ণ এ জনবহুল সড়কটি সংস্কার বা মেরামত না করায় পুকুরের মত বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্ববতি মহিলারা, শিশু ও বয়বৃদ্ধ ব্যক্তিরা যানবাহনে যেতে ভয় পান। গাড়ির ঝাকুনিতে অনেকেই অনুস্থ হয়ে পড়েন। দীর্ঘদিন ধরে এই জনবহুল সড়কটি মেরামত না করায় মরণফাদে পরিনত হয়েছে। যার ফলে প্রতিনিয়তই ঘটছে সড়ক দুর্ঘটনা। দিনের বেলায় এই সড়কে হেঁটে চলা দায়। তাই দ্রুত সড়কটি সংস্কার করতে উর্ধতন কতৃপক্ষের নিকট জোর দাবি জানানো হয়।
এইচ এম আরশ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবারক আলী। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিংঙ্গের কাছ আলিম মাদ্রাসার আরবী প্রভাষক কাজী নুর উদ্দিন। আবু তাহের মিছবাহ’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবী হাফিজ আরব খাঁন, সিংঙ্গের কাছ আলিম মাদ্রাসার শিক্ষক আনোয়ার হোসেন, হাফিজ জমশেদ আলী, আব্দুল মুকিত, খলিলুর রহমান, নিজাম উদ্দিন, আলী জুনেল, মুহিন আহমদ নেপুর, আক্তার হোসেন শেখ, আখতার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, ইকবাল হোসেন, হাবিবুর রহমান, কুতুব উদ্দিন, শাহ আমীর, মাওলানা আব্দুর রব, মাওলানা আব্দুল খালিক, নজাবত আলী, মনোহর আলী, দুলাল আহমদ, মিসবাহ উদ্দিন মিজু, শাহিন মিয়া, ফাহাদ আহমদ, আমিনুর রশীদ, ফাহিম, শামীম খান, সাহাব উদ্দিন, হারুন মিয়া, মোহাম্মদ আলী, মামুন, নজরুল আমীন, রাসেল, ছয়ফুল, মিজান প্রমুখ।