স্টাফ রিপোর্টার : অভিনব কায়দায় ৮ বছরের সাজাপ্রাপ্ত আন্ত:জেলা ডাকাত আসিক আলী আসিদ (৩৫) কে গ্রেফতার করে প্রশংসায় ভাসছেন সুনামগঞ্জের ছাতক থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম। ছদ্মবেশে ডাকাত গ্রেফতারের পর সোসাল মিডিয়ার হাবিবুর রহমানকে নিয়ে চলছে উল্লাস। তিনি শুধু ছাতকেই প্রশংসিত নয়, তিনি বিশ্বনাথ ও জগন্নাথপুর থানায় দায়িত্ব পালনে ব্যাপক সুনাম অর্জন করেছেন। হাবিবুর রহমান ইতিপূর্বে ভাল কাজের প্রশংসায় প্রধানমন্ত্রীর পদকও পেয়েছেন। সাধারণ মানুষের মত হল, এ ধরনের অফিসারকে উচ্চপদে নিযুক্ত প্রয়োজন।
তিনি সোমবার দুপুরে উপজেলার শারফিন নগর মাওরাটিলা হাওর এলাকায় ছদ্মবেশে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন। ছাতক থানার (জিআর মামলা নং ১৫৯/১১)।
ডাকাত আসিদের বাড়ি উপজেলার রাজারগাঁও গ্রামের মৃত আজমান আলীর ছেলে। গ্রেফতারকৃত আসিক আলীর বিরুদ্ধে ছাতক ও মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় আটটি ডাকাতি এবং চুরির মামলা রয়েছে। এছাড়া সে একটি মামলায় আট বছরের সাজাপ্রাপ্ত আসামী।