বিশ্বনাথে করোনায় আক্রান্ত পুলিশের জন্য ফলমুল নিয়ে থানায় পুলিশ সুপার ফরিদ উদ্দিন

Uncategorized
শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : করোনা আক্রন্ত হয়ে আইসোলেশনে থাকা বিশ্বনাথ থানার পুলিশ সদস্যদের জন্য ফলমুল নিয়ে হঠাৎ থানায় হাজির হলেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন। বৃহস্পতিবার (১৮জুন) বিকেলে ‘তিনি ভিটামিন-সি’ সমৃদ্ধ ফলমুল নিয়ে কাউকে না জানিয়েই তিনি থানায় হাজির হন। এতেই প্রমাণ হয় শুধু বিশ্বনাথ থানা পুলিশের জন্য নয়, সিলেট জেলায় তার (পুলিশ সুপার) অধিনে কর্মরত পুলিশ সদস্যদের জন্য কতটাই না ভালোবাসা রয়েছে তার।

জানাগেছে, করোনাভাইরাসে আক্রান্ত বিশ্বনাথের ৬৪জনের ৪৪জনই হচ্ছেন সিলেটের বিশ্বনাথ থানায় কর্মরত পুলিশ সদস্য। সর্বশেষ গত ১৬জুন দুই এএসআই ও ৮কনেস্টবলসহ সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের আরও ৮সদস্য করোনায় আক্রান্ত হন। এর আগে আক্রান্ত হন এসআই, পিএসআই, টিএসআই, এএসআইআরও ৩৬জন পুলিশ সদস্য। এরমধ্যে ৩৩জনের মতো সুস্থ্য হয়ে কর্মস্থলে যোগ দিয়েছেন। আর ১১জন এখনও রয়েছেন।

তবে, এখনও করোনার সঙ্গে প্রতিনয়িত লড়াই করতে হচ্ছে আইসোলেশনে থাকা আরও ১১জন পুলিশ সদস্যদের। আর তাদের খোঁজখবর নিতেই মুলত বৃহস্পতিবার (১৮জুন) বিকেলে ‘ভিটামিন-সি’ সমৃদ্ধ ফলমুল নিয়ে হঠাৎ বিশ্বনাথ থানায় হাজির হন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন। এসময় আইসোলেশনে থাকা পুলিশ সদস্যের ফলমুল প্রদান করেন এবং তাদের মনোবল বাড়াতে নানা পরামর্শ দেন। করোনা ভাইরাস থেকে নিজেকে মুক্ত রাখতে তিনি পুলিশ সদস্যদের স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন ও দায়িত্ব পালনের জন্যেও নির্দেশনা দেন।

এদিকে পুলিশ সুপারের এমন উদারতায় থানার অনেক পুলিশ সদস্যই আবেগাপ্লুত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার অনেক পুরিশ সদস্যই পরিচিত সাংবাদিকদের মোবাইলে ম্যাসেজ দিয়ে বলেছেন, আজ হঠাৎ ফলমুল নিয়ে স্যার থানায় এসছিলেন। থানার এসআই দেবাশীষ শর্ম্মা পুলিশ সুপারের পরিদর্শন ও বক্তব্য দেওয়ার ছবিও ইনবক্স করেছেন।
বৃহস্পতিবার (১৮জুন) রাত সাড়ে ৯টারদিকে মুঠোফোনে কথা হলে এসআই দেবাশীষ শর্ম্মা এ প্রতিবেদককে বলেন, স্যার আমাদের অসুস্থ পুরিশ সদস্যদের জন্য মাল্টা, লেবু, আনারসসহ ‘ভিটামিন সি’ সমৃদ্ধ ফলমুল নিয়ে হঠাৎ থানায় আসায় তিনি আনন্দিত ও অভিভূত। তাই তিনি এমনিতেই ছবি ইনবক্স করেছিলেন।

দেবাশীষ শর্ম্মা জানান, বিশ্বনাথ থানা পরিদর্শনকালে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের সঙ্গে ছিলেন সিলেটের ওসামানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম ও সিলেট পুলিশ লাইন্স’র (এসএএফ ফোস’র) সহকারি পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *