স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসের সৃষ্ট চলমান পরিস্থিতিতে ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন দেশের সকল মসজিদের জন্য ১২২ কোটি ২ লাখ ১৫ হাজার টাকার আর্তিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় সিলেটের বিশ্বনাথ উপজেলার ৮ ইউনিয়নের ৫শ ১৭টি মসজিদ পাবে ৫ হাজার টাকা করে ২৫ লাখ ৮৫ হাজার টাকা।
আজ শনিবার দুপুরে উপজেলা বিআরডিবি হলরুমে বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম নুনু মিয়া। এসময় সদর ইউনিয়নের ৮৩টি মসজিদ কর্তৃপক্ষের হাতে অনুদানের ৪ লাখ ১৫ হাজার টাকার পৃথক চেক তুলে দেয়া হয়। সংক্রমণ প্রতিরোধে, স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নের তালিকাভুক্ত মসজিদ গুলোতেও বিতরণ করা হবে প্রধানমন্ত্রীর দেয়া এ অনুদান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব তহবিলের অনুদান পেয়েছে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম নুনু মিয়া বলেন, বিশ্বব্যাপী বিরাজমান করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব অনুসরণসহ নানা কারণে দেশের মসজিদগুলোতে মুসল্লিরা স্বাভাবিকভাবে ইবাদত করতে পারছেন না। এতে দানসহ অন্যান্য সাহায্য কমে গেছে । ফলে দৈনন্দিন ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। বিরাজমান পরিস্থিতিতে আর্থিক অসচ্ছলতা দূর করতে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি মসজিদের অনুকূলে এ অনুদান দিয়েছেন।
বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান, সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্যাহ আল জাবেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সমাজসেবী মো. কিনু মিয়া ও ইসলামিক ফাউন্ডেশন বিশ্বনাথের নেতৃবৃন্দ।