স্টাফ রিপোর্টার : প্রবাসীরা হামেসাই দেশের জন্য, দেশের মানুষের জন্য আশির্বাদ স্বরূপ। তারা বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি বিভিন্ন আয়োজন-অনুষ্ঠান ও প্রাকৃতিক দূর্যোগকালেও দেশের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ান। চলমান বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে গোটা বিশ্ব যখন কম্পমান। দেশে দেশে লকডাউন আর মৃত্যুভয় যখন পৃথিবীর প্রতিটি মানুষের অন্তরে। ভীতিকর বন্দিজীবনে কর্মহীন প্রবাসজীবন যখন বিষাদময়। নিজেদের পরিবার নিয়ে কোনমতে বেঁচে থাকার প্রচেষ্টা যখন সর্বত্র। এমন কঠিনতর সময়েও দেশের মানুষের কথা ভুলেন নি বিশিষ্ট সমাজ সেবক, যুক্তরাজ্য প্রবাসী হাজি মো. আফতাব আলী। অতীতের সেই ধারাবাহিকতায় চলমান করোনা পরিস্থিতিতেও দেশের গরীব, দুস্থ ও কর্মহীন মানুষকে তিনি সাহায্য করে যাচ্ছেন।
গতকাল ১৫ এপ্রিল বুধবার সিলেটের বিশ্বনাথ উপজেলার পুরান গাঁও ও আশ-পাশের অন্যান্য গ্রাম সহ প্রায় দুই শতাধিক কর্মহীন মানুষের মধ্যে এ ফুড সামগ্রী বিতরণ করা হয়। হাজি আপ্তাব আলী সাহেবের ছোট ভাই, সমাজ সেবক ও পুরানগাঁও ( কোনাপাড়া) মাসজিদে নুর জামে মসজিদের মোতাওয়াল্লি হাজি ফয়জুর রহমানের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, পুরানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট্র পুরানগাঁও শাখা কেন্দ্রের নাজিম আব্দুর রহিম কামালি, ইনকিলাব পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি আব্দুস সালাম, লানিং পয়েন্ট বিশ্বনাথ এর ইংরেজি টিচার ফেরদৌস আহমদ, হাজি ফয়জুর রহমানের ছেলে হিরা, মাহবুব, মুক্তা ও মামাত ভাই এনাম উদ্দিন এবং নাজিম উদ্দিন।