স্টাফ রিপোটার : করোনা প্রতিরোধে চলছে লকডাউন, ১০দিন ধরে দোকানপাট বন্ধ থাকায় ছোট ছোট ব্যবসায়িরা পড়েছেন বিপাকে। বিশ্বনাথ নতুন বাজারের ব্যবসায়ীদের সহযোগিতায় সেইসব ব্যবসায়িদের খাদ্য উপহার দিচ্ছে বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতি।সামাজিক দূরত্ব বজায় রাখতে ও মানুষের সমাগম না ঘঠাতে কয়েকধাপে এ খাদ্য উপহার বন্টন করা হচ্ছে। শুক্রবার বিকেল ৩টায় নতুন বাজারের মাদানিয়া মাদ্রাসা মাঠে প্রথম ধাপে ৫৪জন ব্যবসায়িদের হাতে খাদ্য উপহার দেয়া হয়।
প্রতিজনকে ১০কেজি চাল, ২কেজি আলু, ১কেজি পেঁয়াজ, ১কেজি ডাল, ১লিটার সয়াবিন, ১টি সাবান ও ১টি মাক্স দেয়া হয়।
বিতরণকালে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব আহমদ, সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক।
বণিক সমিতির সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ নবীন সোহেল এবং কমিশনার এমদাদ হোসেন নাঈমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাজী মঈনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সহ সভাপতি আশিক আলী, বণিক সমিতির সহ-সাধারন সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বাঁচাও বাসিয়া আন্দোলনের আহ্বায়ক ফজল খান, ব্যবসায়ী ফয়ছল আহমদ, জাহাঙ্গীর আলম, আবদুল কাহার, কমিশনার গিয়াস উদ্দিন প্রমুখ।
আগামী ১১এপ্রিল পর্যন্ত পর্যায়ক্রমে ৩০০জনকে এ খাদ্য উপহার দেয়া হবে বলে জানান বণিক সমিতির নেতৃবৃন্দ।