স্টাফ রিপোটার : করোনা ভাইরাস মোকাবিলায় সিলেটের বিশ্বনাথে গত দু’দিন যাবৎ লকডাউন চলছে। সেই সুযোগে সংঘবদ্ধ চুরেরা একই রাতে দুটি ব্যবসা প্রতিষ্টানে চুরি করে নগদ টাকা পয়সা ও জুতা নিয়ে গেছে। গতকাল বুধবার রাতের কোন এক সময় উপজেলার নতুন বাজারস্থ জয়নুল সু স্টোর ও গোল্ডেন সু স্টোরে এ চুরির ঘটনা ঘটে। চুরেরা ঘরের পেছনের ষ্টীরের দুটি দরজা ভেঙ্গে গোলেন্ড সু ষ্টোর থেকে নগদ ১১ হাজার টাকা ও জয়নুল সু স্টোর থেকে মসজিদের দানবাক্সের ৫ হাজার টাকা সহ মোট ১০ হাজার টাকা ও কিছু জুতা নিয়ে যায়। বিশ্বনাথ থানা প্রাঙ্গন থেকে অনুমান ৫শত হাত দুরে দুটি দোকান অবস্থিত এবং বাজারে নাইটগার্ড থাকাসত্বেও দোকান গুলো চুরি হওয়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। দোকান মালিকরা চুরির বিষয়টি বাজার কমিটিকে নিয়ে বিশ্বনাথ থানা পুলিশকে অবহিত করেছেন বলে ব্যবসায়ী ইকবাল হোসেন ও জুয়েল আহমদ জানান। প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে লকডাইন প্রয়োজন। সেহেতু সবাইকে সর্বদা সচেতন থাকতে হবে।