স্টাফ রিপোর্টার : মুজিববর্ষ উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা সদরের বিভিন্ন স্থানে থাকা ময়লা-আবর্জনার স্তুপে থানা পুলিশের উদ্যোগে জীবানুনাশক কীটনাশক প্রয়োগ করা হয়েছে। শনিবার দুপুরে কীটনাশক প্রয়োগ করার পর সাধারণ মানুষের মাঝে করোনাভাইরাস সম্পর্কে সচেনতনামূলক লিফলেট বিতরণ করা হয়।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসার সভাপতিত্বে ও পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান। উপজেলা সদরের নতুন-পুরাণ বাজার ও কালীগঞ্জ বাজারের লিফলেট বিতরণ করা হয়।
জীবানুনাশক কীটনাশক প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা। অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন সহ প্রমুখ।