বিশ্বনাথে হোম কোয়ারেন্টিনে ৭০জন : সচেতন হওয়া জরুরী

Uncategorized
শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : সারা দেশের ন্যায় সিলেটের প্রবাসি অধ্যুষিত বিশ্বনাথ উপজেলায় ৭০ জন প্রবাসি হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। গতকাল শুক্রবার পর্যন্ত এ সংখ্যা ছিল ৬৮জন। সরকারের নির্দেশনায় স্থানীয় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে থাকায় বিভিন্ন সামাজিক অনুষ্টানে ১০/১৫ জনের বেশি লোক একসাথে জমায়েত হতে দিচ্ছেননা এবং জনগনকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। গত কয়েকদিনে করোনা ভাইসের অজুহাতে কিছু অসাধু ব্যবসায়ী নিত্য পূণ্যের দাম চরমভাবে বাড়িয়ে দিয়েছে। যে কারনে মানুষের মনে অন্যরকম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মানুষের মধ্যে তেমন কোন সচেতনতা এখনো সৃষ্টি হয়নি। গ্রামের নারী পুরুষরা কিভাবে করোনা ছড়ায় বা করোনার লক্ষণ কি অনেকেই তা জানেনা। প্রবাসিরা নিজেরাও এ বিষয়ে সেফ থাকার তেনম সতর্কতার অবলম্বন করছেনা। অথচ গণমাধ্যমে বারবার পরিস্কার পরিচ্ছন্নতা থাকা, সর্দি,কাশি, হাঁচি ইত্যাদির মাধ্যমে করোনা ছড়াতে পারে। হাত ও বুক মিরানো ও টাকা গণণায়ও করোনা ছড়াতে পারে। প্রবাসি ও তাঁর আতœীয় স্বজনরা সতর্কভাবে দূরত্বে অবস্থান রেখে বাড়িতে থাকার পরামর্শ দেয়া হয়েছে। অধিকাংশ অশিক্ষিত লোক এ রোগ থেকে বাচার জন্য তারা ঝাড় ফুক তাবিজ কবজ পানি পড়া তেল পড়া চুতা পড়া নিয়ে ব্যস্ত রয়েছেন। এ সুযোগে ঝাড়ফুক ব্যবসায়িরা কিছু টাকাও রোজগার করছেন। সুতরাং প্রত্যেক গ্রামের পরিবারের সচেতন লোকজন পুরস্কার পরিচ্ছন্ন থাকা হাত মুখ ধোয়া মাক্স পরা এবং অন্যের হাচি, কাশি থেকে নিরাপদে থাকার জন্য প্রতিটি বাড়ি ঘরে সকলকে সচেতন করে তোলা একান্ত জরুরী। মনে রাখতে হবে করোনা ভাইরাসটি একটি সংক্রামক রোগ। এটি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংস্পর্শে গেলে যে কেউ আক্রান্ত হতে পারেন।
এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রহমান ও অফিসার ইনচার্জ শামীম মুসা জানান, গতকাল পর্যন্ত ৬৮ জন হোম কোয়ারেন্টিনে ছিলেন। এ রোগের হাত থেকে রক্ষার জন্য সকল পরিবরকে সচেতন হওয়ার অনুরোধ করছি। কোন প্রবাসি যেন অবহেলা করে ঘর থেকে বিনানুমতিতে সভা সমাবেশে যোগদান করেন সে বিষয়টিও আমরা অবহিত করছি।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *