জগন্নাথপুরে স্বতস্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন-সেলিম

Uncategorized
শেয়ার করুন

আব্দুস সালাম, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আবুল হোসাইন সেলিম। তিনি সদ্য প্রয়াত মেয়র আলহাজ্ব আবদুল মনাফের পুত্র। আব্দুল মনাফ গত ১১ জানুয়ারী লন্ডনে ইন্তেকাল করেছিলেন। আবুল হোসেন সেলিম দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করে আসছেন। তার পিতা আব্দুল মনাফ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন। তিনি ২বার পৌর মেয়র নির্বাচিত হয়ে এ অঞ্চলের মানুষের সুখ-দু:খের সাথী হয়ে কাজ করেছেন। তিনি বঙ্গবন্ধুর আদশের্ র একনিষ্ট কর্মী হিসেবে এলাকায় সু-খ্যাতি রয়েছে। তাঁর পুত্র আবুল হোসেন সেলিমের প্রত্যাশা ছিল পিতার শুন্যস্থান পুরনের জন্য দলীয় সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেই মনোনয়ন দেবেন। কিন্তু স্থানীয় আওয়ামীলীগ তার নাম কেন্দ্রে প্রেরন না করার কারনে তিনি মনোনয়ন পাননি বলে সাংবাদিকদের জানিয়েছেন। দলীয় মনোনয়ন না পাওয়ায় তার ও পিতার বলয়ের নেতাকর্মী, সাধারণ মানুষের মধ্যে হত্যাশার ছায়া লক্ষ্য করা যাচ্ছে।
এখন তিনি পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল কবরেন ঘোষনা দিয়েছেন। বিশ্বনাথের ডাক ২৪ ডটকমকে তিনি জানান, দলীয় সভানেত্রীর নিকট দলীয় মনোনয়নের জন্য পূণরায় আবেদন করেছেন। তিনি আরো বলেন, জগন্নাথপুর পৌরসভার অসমাপ্ত কাজ সমাপ্ত এবং সাধারণ মানুষের কাজ করতে স্বতন্ত্র পার্থী হিসেবে মনোনয়ন দাখিল করবেন। এতে তিনি সকল মহলের সার্বিক সহযোগীতা কানমা করেছেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *