স্টাফ রিপোটার : সিলেটের বিশ্বনাথে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ৫০টি গরীব-অসহায় পরিবারের সদস্যদের মধ্যে ‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী এন আহমেদ সেলিমের পক্ষ তেকে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার রাজাগঞ্জ বাজারে চান মিয়া স্মৃতি পাঠাগারের ব্যবস্থাপনায় আনুষ্ঠানিকভাবে ঈদের খাদ্য সামগ্রীগুলো বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে ওই খাদ্য সামগ্রীগুলো বিতরণ করেন বিশ্বনাথ থানার অফিসার্স ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি- ২ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি ময়দা, ৩ কেজি পেয়াজ, ১ প্যাকেট লাচ্ছা সেমাই।
চাঁন মিয়া স্মৃতি পাঠাগারের প্রতিষ্টাতা ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এবং সংগঠক শায়েস্তা মিয়ার পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বাণী’র সাবেক সহকারী সম্পাদক মাওলানা আবদুল হাই জিহাদী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, ট্রাস্টের বাংলাদেশ শাখার সভাপতি শামীম আহমদ। অনুষ্টানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন পাহাড়পুর জামে মসজিদের মুয়াজ্জিন হাফিজ দুলাল আহমদ।
সভায় উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ মুরব্বী আলতাব হোসেন, ট্রাস্টের বাংলাদেশ শাখার সাবেক সভাপতি লিয়াকত আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নূর উদ্দিন, সাংবাদিক আক্তার হোসেন সাহেদ, জয়নগর মুহাম্মদী যুবসংঘের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক জামিল আহমদ, সংগঠক লায়েক হাসান অভি, সুহেল আহমদ, নজরুল ইসলাম, কয়েছে আহমদ প্রমুখ।