ডাক ডেক্স : পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারিদের সংগঠন বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট বিভাগের কর্মচারীদের এক কর্মী সভা অনুষ্টিত হয়েছে। (১১ অক্টোবর) শুক্রবার দুপুর থেকে শুরু করে বিকেল পর্যন্ত সিলেট নগরির স্থানীয় একটি অভিজাত হোটেলে এ সভা অনুষ্টিত হয়। জেলা শাখার সভাপতি রাশেদা খানম রিনার সভাপতিত্বে ও সামছুজ্জামান মিলন এর সঞ্চালনায় সভা অনুষ্টিত হয়। সভায় বক্তরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়োগবিধি সহ গ্রেড পরিবর্তনের বিষয়টি দ্রুত বায়স্তবায়নের নির্দেশ দিলেও সেই নির্দেশ মানা হচ্ছে না। বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনসংখ্যা নিয়ন্ত্রনের মাধ্যমে বাংলাদেশকে উন্নত রাষ্ঠ্র গঠনের লক্ষ্যে ১৯৭৫ সালের ২৬শে মার্চ এক ভাষণে জনসংখ্যা নিয়ন্ত্রনের নির্দেশ দিয়েছিলেন। তার নির্দেশনা পেয়ে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আওয়ামীলীগের নেতাকর্মী ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী পরিবারের সন্তানরা এই বিভাগে চাকুরীতে যোগদান করেন। তারা অনেক লাঞ্চনা বঞ্চনার শিকার হয়ে প্রতিকুল পরিবেশ ঝড়, তুফান, বৃষ্টি উপেক্ষা করে জনসংখ্যা নিয়ন্ত্রনের কার্যক্রম বাস্তবায়ন করায় বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। কিন্তু একটি মহল কর্মচারীদের সাফল্য জনক কাজকে এড়িয়ে গিয়ে নিয়োগবিধি ও বেতন গ্রেড পরিবর্তনে গড়িমসি করছেন। দীর্ঘ জীবন চাকুরীর পর পরিবার কল্যাণ সহকারীদের ১৭তম গ্রেড উল্লেখ করে ৪র্থ শ্রেণী করায় সারাদেশে অসন্তোষ, ক্ষোভ, হতাশা এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেছেন। যে কারনে কর্মচারীরা আন্দোলনে যেতে বাধ্য হচ্ছেন। তারা অবিলম্বে নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন, বেতন বৈষম্য দুরসহ কর্মচারীদের সকল নার্য্য দাবী বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করেন। তারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতেরও আবেদন জানান। আর কোন দাবী নাই, নিয়োগবিধি বাস্তবায়ন চাই, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই, চল চল ঢাকায় চল শ্লোলানে শ্লোগানে সভাকে মুখরিত করে তুলেন। তারা চলতি মাসে ঢাকায় মানববন্ধন সহ যেকোন কর্মসূচী বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিপুল সংখ্যক Family Planning Inspector (FPI) Ges Family Welfare Assistant (FWA) দের উপস্থিতিতে বক্তব্য রাখেন মোঃ আব্দুল বারী, মোঃ হোসেন আলী, মোঃ নুরুজ্জামান, মোঃ আব্দুল কাদির, মোঃ শাহিন মিয়া, হোসাইন আহমদ, শাহজাহান সিদ্দিকী, সাদিকুর রহমান, আবিদুর রহমান, মোঃ আলী খাঁন, পল্লব কান্তি দাস, সুমি চন্দ্র দেব, নিরঞ্জন কুমার দাস, ভুপতি রঞ্জন দাস, হাফিজুর রহমান, ফৌজিয়া বেগম, বিলকিছ বেগম, শিরিয়া বেগম, নুরজাহান বেগম, অনিতা রাণী দাস, সুলতানা বেগম, সবিত্রা রাণী চন্দ্র, বীনা চক্রবর্তী, সুমিত্রা সিংহ, শুকতা পাল, মনোয়ারা বেগম, জাহানারা বেগম, পুষ্প রাণী বড়াল, সীমা রাণী সরকার, সুলতানা রাজিয়া, জাহেদা বেগম, নিয়তি রাণী সিংহা, বীনা রাণী, সুসিলা দেবী, সভা রাণী সিংহা, সিবা রাণী দে, রমা রাণী দাস, শেলী বেগম প্রমুখ। সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো পুরস্কারে ভূষিত হওয়ায় মাঠ কর্মচারী সমিতির পক্ষথেকে অভিনন্দন জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে মাঠ কর্মচারীরা নিরলস ভাবে কাজ করছেন। তাই আমাদের জনদরদী প্রধানমন্ত্রী পরিবার করিকল্পনা বিভাগের প্রতি শুভ দৃষ্টি দিবেন বলে আমরা আশাবাদী।