অনুপ্রবেশকারিদের বহিস্কারের বিকল্প নেই : বিশ্বনাথ আওয়ামীলীগের কর্মী সভায় বক্তারা

Uncategorized
শেয়ার করুন

ডাক ডেক্স : বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশের প্রতিষ্টাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বীর সাহসী শেখ হাসিনা গত ৩০ ডিসেম্বরের নির্বাচনের পর সংবাদ সম্মেলনে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ, মাদক ও দূর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে অক্ষরে অক্ষরে তা পালন করছেন। আওয়ামীলীগের প্রকৃত ত্যাগী নেতাকর্মীরা শেখ হাসিনার সাহসী এ উদ্যোগকে সমর্থন জানায় এবং জীবন দিয়ে হলেও দূর্নীতিবাজ ও অনুপ্রবেশকারিদের বিরুদ্ধে সক্রিয় ভুমিকা পালন করবে। হাইব্রিড, কাউয়া, খাই খাইদের এখনি বহিস্কারের উপযুক্ত সময়। বিশ্বনাথে হাইব্রিডদের তালিকা প্রধানমন্ত্রীর হাতে রয়েছে। তাই বিশ্বনাথসহ সারা দেশে সংগঠনে থাকা হাইব্রিডদের বহিস্কার ও বিতাড়নের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষন করা হয়।
গতকাল (২৪সেপ্টেম্বর) মঙ্গলবার রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক কলামিষ্ট ও সমাজ বিশ্লেষক এ এইচ এম ফিরোজ আলী, আওয়ামীলীগ নেতা আহসান হাবিব নোয়াব আলী, বশির আহমদ, আমরুজ আলী, আব্দুল জলিল জালাল, এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়া, যুবলীগ নেতা আলতাব হোসেন, শাহ আলম খোকন, সুহেল তালুদার, রুহেল খান, মো: ফজলু মিয়া, আব্দুল কালাম। ছাত্রলীগ নেতা পার্থ সারর্থী দাস পাপ্পু, জাবেদ আহমদ, মাহবুবুর রহমান, ফুল মিয়া, নাঈম আহমদ প্রমুখ।
সভায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়াকে মোবাইল ফোনে ম্যাসেজ দিয়ে হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দুস্কৃতিকারিদের গ্রেফতারের দাবি জানানো হয়। সভায় সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুম আনম শফিকুল হকের নাগরিক শোকসভা করার সিদ্ধান্তও গ্রহন করা হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *