ডাক ডেক্স : সিলেটের বিশ্বনাথে ‘রেষ্টুরেন্ট পরিস্কার পরিছন্ন না থাকা, পণ্যের মুল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য দোকানে রাখা, পাটের বস্তা ব্যবহার না করে প্লাষ্টিকের বস্তা ব্যবহার, অশ্লিল ভিডিও দোকানের কম্পিউটারে সংরক্ষণ করার অভিযোগে উপজেলা আমতৈল বাজারের ৭টি ব্যবসা প্রতিষ্টানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরার নেতৃত্বে ভ্রাম্যমান অভিযানটি পরিচালিত হয়।
জরিমানা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো হল- ভাই ভাই রেষ্টুরেন্ট ২ হাজার টাকা, মিম টেলিকম ২ হাজার টাকা, আহমদ ষ্টোর ৩ হাজার টাকা, রুহান রেষ্টুরেন্ট দেড় হাজার টাকা, আহমদ ভেরাইটিজ ষ্টোর দেড় হাজার টাকা, ছালেহ আহমদ চালের দোকান ২ হাজার টাকা, মুরাদ ষ্টোর ২ হাজার টাকা।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরার সাথে উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকারসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিশ্বনাথ থানার একদল পুলিশ।